ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ভর্তি 2019

ndian army female recruitment bharti 2019 ki jaankari

থেকই ভারতীয় সনা ত মিহলােদর উপি িত িছল। ১৯৯২ সােল ভারতীয় সনা থমবার মিহলা অিফসার িনয কের। তারা রণে ে সি য়ভােব অংশ হণ কেরন। এখন অবিদ ১২০০ র থেক বিশ মিহলা সনা অিফসার অিভিষ হেয়েছন। িক প ষ সিনেকর তলনায় মিহলা সিনক এবং

সনায় আেবদনকারীর সংখ া চােখ পরার মত কম। সােজায়ায কৗশেল (armoured coup) এবং পদািতক সন বািহনী ত এখেনা তােদর অংশ হেণ িনেষধা া জাির রেয়েছ। ২১ শতেকর চৗকােঠ দািড়েয় সই অব ান থেক িবেভদ কা েয় উঠেত আমােদর দেশর মিহলারা সখ ম। িক অভাব তেথ র। ল ল মানেষর তারা িনেজেদর দেশর সবা করেব। সই নারী প ষ িনেব েশর। িকভােব সনায় ভিত হেবন তাহেল?

 Join Indian Army

Blue animated arrow down photo ArrowDownBlueGloss.gif

Click Karke Join Kare Army Female Bharti 2019 – 2020 Facebook Group

ভারতীয় সনায় মিহলারা কান কান িবভােগ দরখা করেত পােরন :

এসএসসি এনসিসি বিশেষ প্রবেশাধিকার

Judge Advocate General (JAG) 2019

জজ অ্যাডভোকেট কমিশন নন টেকনিকাল (এস এস ডাবলু সি নন টেক) ২০১৯

শর্ট সার্ভিস কমিশন (টেকনিকাল) মহিলা (এসেস সি ডব্লু টেক) ২০১৯

সামরিক নার্সিং সার্ভিস ২০১৯

অনলাইন ফর্ম কি করে ভরবেন জানুন

২০১৯-২০ এস এস সি, এন সি সি স্পেশাল ভর্তি, এস এস সি, যে এ জি এবং মিলিটারি নার্সিং এর ডেটস বেরিয়ে গেছে। আরো খোঁজ খবরের জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।

Blue animated arrow down photo ArrowDownBlueGloss.gif

ক্লিক করে জানুন ভারতীয় সেনাবাহিনীতে মহিলা ভর্তি বিষয়ক সব তথ্য ২০১৯ – ২০২০ (ফেসবুক গ্রূপ)

**ভারতীয় নেভিতে মহিলা ভর্তি, ২০১৯ বিষয়ক খবর এসে গেছে। আবেদন করার শেষ তারিখ – ৫ই এপ্রিল, ২০১৯। সম্পূর্ণ তথ্যের জন্য এখানে ক্লিক করুন।**


মহিলাদের সেনায় ভর্তি সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর

১. মিহলা আেবদনকািররা িক দশম ণীর ( াস টেনর) পর সনায় িনয হেত পাের?

– নারী / মিহলােদর সনায় িনয হওয়ার জন াতক িডি পাশ করেত হেব। দশম বা াদশ ণী পাশ

করেল ভারতীয় সনায় ভিত হওয়া স ব না।

2 মিহলা আেবদনকারী-রা িক সিনেকর পাে র জন িকংবা rally ভিত র জন আেবদন করেত পােরন?

– মিহলা আেবদনকারীরা একমা অিফসার পাে র জন আেবদন করেত পারেবন। মিহলােদর জন

সিনেকর পাে কােনা ান নই।

  1. ভারতীয় সনাবািহনীেত ায়ী এবং েময়ািদ সািভ স কিমশেনর অথ িক?

– ভারতীয় সনাবািহনীেত দই রকেমর সবা সমেয়র শত াবিল মেন চলা হয়।

ায়ী সািভ স কিমশন : অবসর হণ করা অবিধ আিম েত চাকির

েময়ািদ সািভ স কিমশন (এস এস িস) : চা বছেরর সািভ স- যার থম দশ বছেরর সািভ েসর পের তা আেরা চার বছর সািরত হয়।

  1. মিহলােদর আিম েত ভিত র জন কাথায় আেবদন জানােত হয়?

ভারতীয় সনাবািহনীর পাে র জন অনলাইন আেবদন জমা িদেত হয়। ইি য়ান

আিম র ওেয়বসাইেট এই সং া সম তথ পাওয়া যােব।

  1. এস এস িব সা া কাের িক হয়?

– শট সািভ স বােড র সা া কার : াথ রা যারা বাছাই তািলকায় আেছন তােদর এই ই ারিভউ উ ীণ

করেত হয়। এই সা া কার পাচ িদন চেল – ীিনং, মানিসক পরী া, প টা , পােস ানাল ই ারিভউ এবং সিমনার – এই পাচ ের। এবং এই ই ারিভউ দেশর চার জায়গায় হয় – এলাহাবাদ,

ব াল , ভাপাল এবং কাপরথালা।

  1. মিহলােদর সনায় ভিত হওয়ার জন মিডেকল পরী া কাথায় হয়?

– এস এস িব ই ারিভউ উ ীণ করার পের মিডেকল পরী া পাশ করেত হয়। দেশর আট আিম

হাসপাতােল এই পরী া েলা হয়

  • বস হাসপাতাল, িদি ক া নেম
  • কম া হাসপাতাল, সাদান কম া , পেন
  • কম া হাসপাতাল, ই ান কম া , কলকাতা
  • কম া হাসপাতাল, স াল কম া , লাকেনৗ
  • কম া হাসপাতাল, ই ান কম া , চািদমি র
  • কম া হাসপাতাল, এয়ারেফাস , ব াল
  • কম া হাসপাতাল, নদ ান কম া , C/o 56 APO
  • আই এন এইচ এস, অি নী, ম ই

Indian Army Female Recruitment Bharti 2019 ke baare mein puri jaankari ke liye neeche padhe:

1. এস এস সি, এন সি সি – স্পেসাল ভর্তি 2019

ভারতীয় সেনাবাহিনী তে প্রতি দুবছর অন্তর ভর্তি নেওয়া হয়। অবিবাহিত নারীরাই আবেদন করতে পারবে।

মহিলাদের আর্মি তে ভর্তি হওয়ার যোগ্যতা

বয়েস সীমাশারীরিক পরিমাপ বিধিযোগ্যতানির্বাচন প্রক্রিয়া
  • 19 years – 25 years
    (02 Jul 1993 and 01 Jul 1999)
  • অবিবাহিতা
  • উচ্চতা : 152 cms
  • ওজন : 42 kg
  • স্নাতক  50% মার্কস নিয়ে
  • এন সি সি : সর্বনিম্ন দু বছরের অভিজ্ঞতা – সাথে গ্রেড বি সার্টিফিকেট সি পরীক্ষাতে।
  • বাছাই তালিকা
  • এস এস বি ইন্টারভিউ  (এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপাল এবং কাপুরথালা)
  • মেডিকেল পরীক্ষা

 

  • এস এস সি শর্তাবলি : চোদ্দ বছর (দশ বছর এবং আরো চার বছর প্রসারিত)
  • কর্ম খালি : 5 (4টি সাধারণ বিভাগ মহিলাদের জন্য এবং একটি সিট আর্মি জওয়ানের বিধবাদের জন্য সংরক্ষিত) , প্রতি বছর দুবার
  • প্রশিক্ষণ : 49 সপ্তাহের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্র ও টি এ চেন্নাই
  • ছয় মাসের প্রবেশন
  • ও টি এ প্রশিক্ষণের বিশেষ টিপ্পনী

এন সি সি ডাবলু ২০১৯ এর সরকারি তথ্য ও খবরের জন্য এখানে ক্লিক করুন

2. এস এস সি জজ উকিল (জে এ জি) 2019

ভারতীয় সেনাবাহিনীতে আইনে স্নাতকোত্তর এবং অবিবাহিতা মহিলাদের এস এস সি-র অনুদানে জজ উকিলের জন্য ভর্তি নেওয়া হয়।

মহিলাদের আর্মি তে ভর্তি হওয়ার যোগ্যতা

বয়েস সীমাশারীরিক পরিমাপ বিধিযোগ্যতানির্বাচন প্রক্রিয়া
  • 21 years – 27 years
    (02 Jan 1992 and 01 Jan 1998)
  • অবিবাহিতা
  • উচ্চতা : 152 cms
  • ওজন : 42 kg
  • এল এল বি ডিগ্রি (সর্বনিম্ন 55%)
  • ভারতীয় বার কাউন্সিলের মাধ্যমে রেজিস্ট্রেসন করা হয়
  • বাঁছাই তালিকা তৈরী
  • এস এস বি ইন্টারভিউ (5 দিন) (এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপাল এবং কাপুরথালা)
  • মেডিকেল পরীক্ষা
  • এস এস সি শর্তাবলি : চোদ্দ বছর (দশ বছর এবং আরো চার বছর প্রসারিত)
  • কর্ম খালি : 7, প্রতি বছর দুবার
  • প্রশিক্ষণ : 49 সপ্তাহের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্র ও টি এ চেন্নাই
  • ছয় মাসের প্রবেশন
  • ও টি এ প্রশিক্ষণের বিশেষ টিপ্পনী

যে এ জি ২০১৯ এর সরকারি তথ্য ও খবরের জন্য এখানে ক্লিক করুন

3. ইউ পি এস সি, মহিলাদের অপ্রযুক্তিগত ভর্তি

এই পোস্টের ভর্তি ইউ পি এস সির দ্বারা হয়ে থাকে। তার দরুন ইউ পি এস সির সাইটে এর আবেদনপত্র জমা দিতে হয়। স্বল্পমেয়াদি সার্ভিস কমিশন (এস এস সি)

চোদ্দ বছরের সার্ভিস- যার প্রথম দশ বছরের সার্ভিসের পরে তা আরো চার বছর প্রসারিত হয়।

ইউ পি এস সি সরকারি ওয়েবসাইট

মহিলাদের আর্মি তে ভর্তি হওয়ার যোগ্যতা

বয়েস সীমাশারীরিক পরিমাপ বিধিযোগ্যতানির্বাচন প্রক্রিয়া
  • 19 years – 25 years
    (02 Jan 1993 and 01 Jan 1999 )
  • অবিবাহিতা
  • উচ্চতা : 152 cms
  • ওজন : 42 kg
  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক
  • বাঁছাই তালিকা তৈরী
  • এস এস বি ইন্টারভিউ (5 দিন) (এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপাল এবং কাপুরথালা)
  • মেডিকেল পরীক্ষা
  • এস এস সি শর্তাবলি : চোদ্দ বছর (দশ বছর এবং আরো চার বছর প্রসারিত)
  • কর্ম খালি : 12, (11টি সাধারণ বিভাগ মহিলাদের জন্য এবং 1টি সিট আর্মি জওয়ানের বিধবাদের জন্য সংরক্ষিত) প্রতি বছর দুবার
  • এস এস বি-র তারিখ: জুন / জুলাই, নভেম্বর / ডিসেম্বর
  • প্রশিক্ষণ : 49 সপ্তাহের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্র ও টি এ চেন্নাই
  • ছয় মাসের প্রবেশন
  • ও টি এ প্রশিক্ষণের বিশেষ টিপ্পনী

4.শর্ট সার্ভিস কমিশন (এস এস সি) মহিলাদের ভর্তি (প্রযুক্তিগত) 2019

ভারতীয় সেনাবাহিনী তে প্রযুক্তিগত কাজে মহিলাদের  ভর্তি নেওয়া হয়। আবেদনকারীদের সর্বনিম্ন ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকতে হবে।

মহিলাদের আর্মি তে ভর্তি হওয়ার যোগ্যতা

বয়স বিধিPhysical StandardsQualificationSelection Process
  • 20 years – 27 years
    (02 Jan 1992 and 01 Jan 1999 )
  • Unmarried Women
  • উচ্চতা : 152 cms
  • ওজন : 42 kg
  • ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি নির্ধারিত বিভাগে (বি ই / বি টেক)
  • বাঁছাই তালিকা তৈরী
  • এস এস বি ইন্টারভিউ (5 দিন) (এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপাল এবং কাপুরথালা)
  • মেডিকেল পরীক্ষা
  • এস এস সি শর্তাবলি : চোদ্দ বছর (দশ বছর এবং আরো চার বছর প্রসারিত)
  • কর্ম খালি : 15, (14টি সাধারণ বিভাগ মহিলাদের জন্য এবং 1টি সিট আর্মি জওয়ানের বিধবাদের জন্য সংরক্ষিত) প্রতি বছর দুবার
  • এস এস বি-র তারিখ: জুন / জুলাই, জানুয়ারী / ডিসেম্বর
  • প্রশিক্ষণ : 49 সপ্তাহের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্র ও টি এ চেন্নাই
  • ছয় মাসের প্রবেশন
  • ও টি এ প্রশিক্ষণের বিশেষ টিপ্পনী

কর্মস্থল  (Engineering degree ki fields)

  1. Civil Engineering, Civil Engineering (Structural), Structural Engineering
  2. Mechanical
  3. Electrical
  4. Computer Engineering
  5. Electronics & Telecommunication

এস এস সি টেক ওমেন অফিসিয়াল ২০১৯ এর সরকারি তথ্য ও খবরের জন্য এখানে ক্লিক করুন

5. সামরিক নার্সিং সার্ভিস 2019

ভারতীয় সেনাবাহিনী তে যেই মহিলা আবেদনকারীরা নার্সিং-এ স্নাতকোত্তর, তাদেরকেই ভর্তি নেওয়া হয়।

মহিলাদের আর্মি তে ভর্তি হওয়ার যোগ্যতা

Age LimitQualificationSelection Process
  • 23 years – 38 years
    (02 Jan 1981 and 01 Jan 1995)
  • নার্সিং-এ স্নাতক (বি এস সি) কিংবা স্নাতকোত্তর (এম এস সি)
  • ভারতীয় সামরিক নার্সিং ভর্তি পরীক্ষা (বিষয়গত পরীক্ষা)
  • ইন্টারভিউ
  • মেডিকেল পরীক্ষা

বেতন : Rs 15,600 + গ্রেড পে Rs 5,400/- + সামরিক সেবা বেতন – Rs 4,200/- + ডি এ এবং অন্যান্য ভাতা সমসাময়িক অর্থনৈতিক অবস্থানের অনুপাতে নির্ধারিত। রেশন এবং থাকার সুবিধাও উপলব্ধ আছে।

সরকারি তথ্য ও ক্লিক করুন 

Blue animated arrow down photo ArrowDownBlueGloss.gif

ক্লিক করে ভর্তি হন মহিলা সেনাবাহিনী ২০১৯ – ২০২০ র ব্যাচে (ফেইসবুক গ্রূপ)


অনলাইন আবেদন পত্র কিভাবে ভরতে হয়

প্রথম ধাপ : গুগল করুন ভারতীয় আর্মির সরকারি সাইট www.joinindianarmy.nic.in/

Join indian army

দ্বিতীয় ধাপ : অফিসারদের নির্বাচনের জায়গায় (Apply Online) ক্লিক করুন। তারপরে নতুন নিবন্ধনের (New Registration) জায়গায় নিবন্ধন (Register) ক্লিক করুন।

তৃতীয় ধাপ : রেজিস্ট্রেশন পেজে আপনি আপনার বেক্তিগত তথ্য ভরে জমা করুন (submit এ ক্লিক করবেন জমা দেওয়ার জন্য)। মনে রাখবেন এই তথ্য সঠীক হওয়া দরকার এবং আপনার আধার কার্ড কিংবা এনরোলমেন্ট নম্বর এর সাথে মেলা দরকার।


personaldetails1

চতুর্থ ধাপ : এরপর আপনাকে আপনার একাউন্ট যাচাই করতে হবে। যাচাই করতে আপনার ইমেইলে ও টি পি পাঠানো হবে। সেটা আপনাকে enter OTP বাক্সে ভরতে হবে এবং submit বাটন ক্লিক করে জমা করতে হবে।

otp

পঞ্চম ধাপ : এবার বাকি খুঁটিনাটি ভরতে ভরতে যেতে হবে

  • বেক্তিগত বিবরণ : এটা আপনি আগেই যদি ভরে থাকেন তাহলে আরেকবার চোখ বুলিয়ে পরীক্ষণ করে নিন
  • নিরাপত্তা বিবরণ : একটা নিরাপত্তা প্রশ্ন (সিকিউরিটি কোয়েশ্চেন) নির্বাচন করে উত্তর দিয়ে রাখুন।
  • শিক্ষা বিবরণ : আপনার যোগ্যতা বিষয়ক সব তথ্য এখানে ভরে রাখুন।
  • পাসওয়ার্ড : আপনার নিজস্ব সংকেত কিংবা পাসওয়ার্ড স্থাপন করুন।


এবং সেভ করুন

ষষ্ঠ ধাপ : আপনার প্রোফাইল তৈরী হয়ে যাবে। এবার আপনার ঠীকানা এবং বাকি তথ্য লিখতে পারবেন আপনি।

সপ্তম ধাপ : রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আপনি আপনার আবেদন পত্র জমা করতে পারবেন। এপ্লিকেশন ফর্ম ভরে জমা করুন। তারপর সামারি অফ ইনফরমেশনের জায়গায় নিজের তথ্য খুব মনোযোগ দিয়ে ঝালিয়ে নিন। কোনো ভুল থাকলে সংশোধন করে নিন। সব তথ্য সঠীক থাকলে জমা করে দিন সাবমিট বাটন এ ক্লিক করে। অনলাইন জমা করার আধ ঘন্টার মধ্যে দু কপি প্রমাণপত্র আপনার রোল নম্বর সমেত প্রকাশিত হবে।


শারীরিক যোগ্যতা প্রশিক্ষণের জন্য পরামর্শ, চেন্নাই

নির্বাচিত প্রার্থীরা অফিসার ট্রেইনিং একাডেমী (ও টি এ), চেন্নাই তে যাবেন। কিন্তু তাদের প্রথম থেকেই শারীরিক চর্চার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ সামরিক ট্রেনিং খুবই কঠিন হয়। প্রতিদিন শারীরিক চর্চার মধ্যে থাকার প্রয়োজন। কিছু টিপস তার জন্য :

১. ২.৫ কিলোমিটার দৌড়  
২. ১৩ টা পুশ আপ
৩. ২৫ টা সিট্ আপ
৪. ৬টা চিন আপ
৫. ৩ – ৪ মিটার দড়ি বেয়ে ওঠা

ভারতীয় সেনায় মহিলা ভর্তি ২০১৯ বিষয়ক তথ্য সরকারি ওয়েবসাইটেই পাওয়া যাবে। সেখানে নির্বাচনের যোগ্যতা, দরকারি তথ্য ও প্রমান পত্র, বেতন, পদোন্নতি, শারীরিক মানদণ্ড বিষয়ক সব তথ্য উপলব্ধ আছে। সবকিছুর জন্য উপরে নোটিফিকেশন দেওয়া রয়েছে।

Blue animated arrow down photo ArrowDownBlueGloss.gif

ক্লিক করে ভর্তি হন মহিলা সেনাবাহিনী ২০১৯ – ২০২০ র ব্যাচে (ফেইসবুক গ্রূপ)

যদি আপনার এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করুন। আমরা আমাদের সাধ্য অনুসারে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।

জনগণমন-অধিনায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here