এস বি এই পি.ও. এর ভর্তি সংক্রান্ত তথ্য ২০১৯

sbi po bharti 2019 ki puri jaankari

**এস বি আই ২০১৯ এর সরকারি বিজ্ঞপ্তি এসে গেছে। এই বছর এস বি আই ব্যাংকে পি.ও. পদে ২০০০ শূন্যপদে নিয়োগ করা হবে।**

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এস বি আই) আমাদের দেশের  সবচেয়ে জনপ্রিয় সরকারি ব্যাঙ্ক। প্রচুর লোকের সরকারি ব্যাংকে চাকরি করবার স্বপ্ন থাকে।  প্রতি বছর পি.ও. এবং অন্য ব্যাংকার পদের জন্য প্রচুর লোক নিয়োগ করা হয়। এই সব পদ নারী ও পুরুষ উভয় এর জন্যই উপলব্ধ। যেইসব প্রার্থী দের নির্বাচন করা হয় পুরো পদ্ধতির পরে তাদের কে দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং হয়. এই প্রবন্ধ টি পরে আপনি এস বি আই পি ও ২০১৯ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন।

এই প্রবন্ধ তে আপনি জানবেন:

এস বি এই পি.ও. কি?

এস বি এই পি.ও. এর কাজ কি

এস বি এই পি.ও. ২০১৯ কর্মখালি

এস বি এই পি.ও. ২০১৯ নির্বাচন যোগ্যতা

এস বি এই পি.ও. ২০১৯ শিক্ষাগত যোগ্যতা

এস বি এই পি.ও. ২০১৯ বেতন

এস বি এই পি.ও. ২০১৯ পরীক্ষার তারিখ

এস বি এই পি.ও. ২০১৯ আবেদন পত্র

এস বি এই পি.ও. ২০১৯ আবেদন পদ্ধতি

এস বি এই পি.ও. ২০১৯ পরীক্ষার প্যাটার্ন

এস বি এই পি.ও. ২০১৯ পরীক্ষার পাঠ্যক্রম

এস বি এই পি.ও. ২০১৯ প্রস্তুতি করবার উপায়

নতুন ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি এস বি আই ক্লার্ক ২০১৯ এর বিজ্ঞপ্তি এসে গেছে। আবেদন করবার শেষ তারিখ হলো ৩রা মে, ২০১৯। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


এস বি আই পি.ও. ২০১৯ সংক্রান্ত কিছু জরুরি প্রশ্ন

প্র ১.) দ্বাদশ শ্রেণী পাশ প্রার্থীরা কি পারবে আবেদন করতে ?

উ ১.) এস বি এই ব্যাঙ্ক  পি.ও. চাকরির আবেদনের জন্য কেবল ‘স্নাতক’ রাই যোগ্য।  এই পদের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবে।

প্র ২.) কলেজ / স্নাতকের অন্তিম বর্ষের ছাত্ররা কি যোগ্য এই পদে আবেদন করবার জন্য?

উ ২.) হ্যা, অন্তিম বর্ষের ছাত্ররা আবেদন করবার যোগ্য।

প্র ৩.) এস বি এই ব্যাঙ্ক  পি.ও ২০১৯ এর সরকারি বিজ্ঞপ্তি এসে গেছে কি?

উ ৩.) হ্যা, এসে গেছে। ১লা এপ্রিল ২০১৯ এ বেরিয়ে গেছে।  

প্র ৪.) আবেদন পত্র ও পরীক্ষা কি অনলাইন হয় না কি অফলাইন?

উ ৪.) এস বি আই পি.ও. এর আবেদন পত্র ও পরীক্ষা দুটোই অনলাইন হয়। অফলাইন কোথাও কিছু হয় না।

প্র ৫.) এস বি আই পি.ও. পদের জন্য কাজের অভিজ্ঞতা কি দরকারি?

উ ৫.) না , এই পদের জন্য কোনো রকম কাজের অভিজ্ঞতা দরকারি নয়। প্রার্থীদের স্নাতক হওয়ার পর সরাসরি এই পদে আবেদন করতে পারে।

প্র ৬.) এস বি আই পি.ও. পরীক্ষা কি শুধু ইংলিশে হয়?

উ ৬.) না, এই পরীক্ষা দুইটি ভাষায় হয় – ইংলিশ ও হিন্দি। ইংলিশ অংশ ছাড়া বাকি অংশ গুলো হিন্দি তে দেয়া যেতে পারে।

প্র ৭.) এস বি আই পি.ও. পদের জন্য এস সি বিভাগের প্রার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে?

উ ৭.) এস সি / এস টি বিভাগের প্রার্থীদের পরীক্ষা দেয়ার জন্য কোনো সীমা নেই।  তারা যতবার ইচ্ছে পরীক্ষা দিতে পারে। অন্য বিভাগের ছাত্র দের জন্য সর্বোচ্চ সীমার তথ্য নিচে যোগ্যতার অংশে দেয়া আছে প্রার্থীদের সুবিধের জন্য।

প্র ৮.) এস বি আই পি.ও. এর প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের শ্রেষ্ঠ বই কোনটি?

উ ৮.) সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীরা ‘লুসেন্ট পাবলিকেশন্স’ এর বইটি পড়তে পারে।  ওটাই শ্রেষ্ঠ।

অন্য অংশের শ্রেষ্ঠ বই গুলোর জন্য এখানে ক্লিক করুন।

প্র ৯.) এস বি আই পি.ও. ২০১৯ এর প্রিলিমিস পরীক্ষার তারিখ কবে?

উ ৯.) এস বি আই পি.ও. ২০১৯ এর প্রিলিমিস পরীক্ষার তারিখ হলো : ৮,৯,১৫ ও ১৬ জুন, ২০১৯


এস বি আই প্রবেশনারি অফিসার (পি. ও.) চাকরি ২০১৯

এস বি এই পি.ও. কি?

পি.ও. মানে প্রবেশনারি অফিসার।  এইটা একটি অফিসার / ম্যানেজার স্তরের পদ যা সব ব্যাংকেই থাকে। ব্যাঙ্ক অফিসার দের এটাই প্রাথমিক চাকরি হয়.

 এস বি এই পি.ও. এর  কাজ কি ?

এক পি.ও. এর অনেক বিভাগে কাজ করতে হয় যেমন – লোন, গ্রাহকসেবা, একাউন্টস, ক্যাশ, পেমেন্ট, চেক ক্লিয়ারেন্স, এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি।  

এস বি এই পি.ও. এর উন্নতির বিবৃতিলিপি (পি.ও. এর পদোন্নতির বিভিন্ন্য

  • স্তর )

    • পি.ও.
    • ডেপুটি ম্যানেজার
    • ম্যানেজার
    • চিফ ম্যানেজার
    • অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
    • ডেপুটি জেনারেল ম্যানেজার
    • জেনারেল ম্যানেজার

এস বি আই পি.ও. এর জন্য জরুরি দক্ষতা

কার্যকর যোগাযোগ দক্ষতা, কম্পিউটার দক্ষতা, পরিচালনা দক্ষতা, সমস্যা সমাধান দক্ষতা,চটজলদি শেখার ক্ষমতা, এবংদলগত ভাবে কাজ করতে পারার ক্ষমতা ইত্যাদি।

এস বি আই পি.ও. ২০১৯ কর্মখালি

২০১৯ এ সর্বসাকুল্যে ২০০০ খালি পদ আছে এস বি আই পি.ও. এর পদের জন্য ভারতের সব কটা শাখায়।

বিভাগ এস সি এস টি ওবিসি

(নন-ক্রিমি লেয়ার অনলি )

ইডাব্লুএস সাধারণ মোট এলডি ভিআই এইচ আই ডি আর ই
শূন্যপদ ৩০০ ১৫০ ৫৪০ ২০০ ৮১০ ২০০০ ২০ ২০ ২০ ২০
ব্যাকলগ ৫৩
মোট ৩০০ ১৫০ ৫৪০ ২০০ ৮১০ ২০০০ ২০ ২০ ৭৩ ২০
  • Section 34(i) of RPWD Act 2016  ‘d’ ও ‘e’ ধারার অধীনে পি ডাবলু ডি বিভাগের অংশ গুলি হলো – (i) “স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি” (এস এল ডি ); (ii) “মানসিক অসুস্থতা ” (এম  আই ); (iii) “মাল্টিপল ডিস্যাবিলিটিজ ” (মাল্টিপল ডিস্যাবিলিটিজ এমোংস্ট এল ডি , ভি আই, এইচ আই, এস এল ডি, আর এম আই).

এস বি এই পি.ও. ২০১৯ নির্বাচন যোগ্যতা

  1. নাগরিকত্ব

    1. প্রার্থী কে হয়

    (i) ভারতের নাগরিক হতে হবে

    (ii) নেপালের নাগরিক হতে হবে

    (iii) ভুটানের নাগরিক হতে  হবে

    (iv) তিব্বতী রেফিউজি হতে পারে যে কিনা ভারতে পাকাপাকি ভাবে অবস্থান করেছে ১লা জানুয়ারী ১৯৬২ এর আগে, অথবা

    (v) এমন কোনো ব্যক্তি যে পাকিস্তান, বর্মা, শ্রী লঙ্কা, পূর্ব আফ্রিকার দেশ যেমন কেনিয়া,উগান্ডা,তানজানিয়া এর যুক্ত প্রজাতন্ত্র (পূর্বে টাঙ্গানিকা ও জাঞ্জিবার) জাম্বিয়া, মালাবি, জাইরে, ইথিওপিয়া, ও ভিয়েতনাম থেকে পাকাপাকি ভাবে ভারতে অবস্থান করছে এবং উপরোক্ত (ii), (iii), (iv) ও (v) শ্রেণীর অধীনে পরে এবং সব থেকে জরুরি হলো ভারতীয় সরকারের নাগরিকত্বের প্রমান পত্র।

এস বি আই পি.ও. ২০১৯ পরীক্ষার বয়স সীমা

  • বয়স সীমা: ২১ বছরের কম নয়  – ৩০ বছরের বেশি নয় ( জেনারেল ক্যাটেগরির জন্য )
  • সংরক্ষিত ক্যাটাগরি এর বয়স সীমার জন্য উপরোক্ত বিভাজন দেখুন।

এস বি আই পি.ও. এর পরীক্ষার বয়স সীমার ভাগের জন্য

সংরক্ষিত বিভাগের জন্য পরীক্ষার ফিএর শিথিলকরণ এর ব্যবস্থা আছে।  এটা উপলব্ধ করতে প্রার্থীদের সরকার দ্বারা দেয়া শংসাপত্র হওয়া জরুরি

প্রার্থীদের বিভাগ বয়স শিথিলকরণের সীমা
এস সি / এস টি ৫ বছর
আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস (ও বি সি) ৩ বছর
সাধারণ (পি ডাব্লিউ ডি) ১০ বছর
এস সি / এস টি (পি ডাব্লিউ ডি) ১৫ বছর
ও বি সি পি ডাব্লিউ ডি ১৩ বছর
জম্মু ও কাশ্মীর নিবেশিত প্রার্থী ০১.০১.১৯৮০ থেকে ৩১.১২.১৯৮৯ এর সময়সীমার মধ্যে ৫ বছর
এক্স – সার্ভিসেমেন  / ডিস্এবেলড এক্স – সার্ভিসেমেন চাকরির আসল সময়সীমা প্রতিরক্ষা বিভাগে যেনো ৩ বছরের উপর (৮ বছর হতে হবে ডিস্এবেলড এক্স – সার্ভিসেমেন যারা এস সি / এস টি ) হয় এবং সর্বোচ  ৫০ বছরের হতে হবে
বিধবা, বিবাহ বিচ্ছেদ ও যেই মহিলারা আইনগত ভাবে স্বামীর থেকে বিচ্ছিন্ন এবং দ্বিতীয়বার বিবাহ করে নি. ৭ বছর (যদি সর্বোচ্চ বয়স ৩৫ হয় সাধারণ বিভাগের জন্য ও ৩৮ বছর ও বি সি আর ৪০ বছর এস সি / এস টি প্রার্থীদের জন্য )

এস বি এই পি.ও. ২০১৯ পরীক্ষা কতবার দেওয়া যায় ?

প্রচেষ্টার সংখ্যা

বিভাগ প্ৰচেষ্টার সীমা
সাধারণ
সাধারণ (পি ডাবলু ডি)
ও বি সি
ও বি সি  (পি ডাবলু ডি)
এস সি / এস সি (পি ডাবলু ডি) / এস টি / এস টি (পি ডাবলু ডি) কোনো লিমিট নেই

এস বি এই পি.ও. ২০১৯ শিক্ষাগত যোগ্যতা

    • যেকোনো স্বীকৃত প্রতষ্ঠান  থেকে স্নাতক ডিগ্রী
    • যেকোনো বিষয়ে স্নাতক হওয়া যেতে পারে – কলা , বাণিজ্য অথবা বিজ্ঞান। কোনো বিশিষ্ট বিষয় যেমন বাণিজ্যের ছাত্রই হতে হবে এরকম কোনো বাধা নেই।
    • এছাড়া সব পদের জন্য নূন্যতম শতাংশের ফল ও বয়স সীমা আছে।  এছাড়া সংরক্ষিত বিভাগের আলাদা সংরক্ষণ আছে.

এস বি এই পি.ও. ২০১৯ বেতন

প্রাথমিক বেতন ২৭,৬২০ এবং তার সাথে TA / DA, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাও দেয়া হয় অন্যান্য সরকারি চাকরির মতোই। হাতে বেতন অন্তত পক্ষে ৭.৫৫ লক্ষ এবং সর্বোচ্চ ১২.৯৩ লক্ষ। এই বেতন  জায়গা ও পদের ওপর নির্ভরশীল

এস বি এই পি.ও. ২০১৯ পরীক্ষার তারিখ

আবেদন করতে এখানে  ক্লিক করুন।

বিবরণ তারিখ
আবেদন পত্রের অন-লাইন রেজিস্ট্রেশন, মডিফিকেশন ও এডিটিং   ০২.০৪.২০১৯ থেকে ২২.০৪.১৯
ফী পেমেন্ট ০২.০৪.২০১৯ থেকে ২২.০৪.১৯
প্রিলিমিনারী পরীক্ষার কল লেটার ডাউনলোড মে ৩ সপ্তাহ ২০১৯
প্রিলিমিনারী পরীক্ষার তারিখ ৮,৯,১৫ ও ১৬ জুন ২০১৯
প্রিলিমিনারী পরীক্ষার রেজাল্ট জুলাই ১ সপ্তাহ ২০১৯
মেইন পরীক্ষার কল লেটার ডাউনলোড জুলাই ২ সপ্তাহ ২০১৯
মেইন পরীক্ষার তারিখ ২০.০৭.২০১৯
মেইন পরীক্ষার ফল অগাস্ট এর ৩ সপ্তাহ ২০১৯
গ্রূপ ডিসকাশন ও ইন্টারভিউ এর কল লেটার ডাউনলোড অগাস্ট এর ৪ সপ্তাহ ২০১৯
গ্রূপ ডিসকাশন ও ইন্টারভিউ  এর তারিখ সেপ্টেম্বর ২০১৯
অন্তিম ফল প্রকাশের তারিখ অক্টোবর এর দ্বিতীয় সপ্তাহ ২০১৯

ভারতীয় স্টেট ব্যাঙ্ক পি.ও ২০১৯ এর ভর্তির বিজ্ঞপ্তি এসে গেছে। শেষ তারিখ ২২সে এপ্রিল ২০১৯

এস বি এই পি.ও. ২০১৯ আবেদন পদ্ধতি

এস বি আই এর ওয়েবসাইটে খুলুন। আবেদন করতে এখানে  ক্লিক করুন।

    1. Click here for New Registration” এর ওপর  ক্লিক করুন এবং অনলাইন আবেদন পত্র ভরুন।

register_sbi_po

2.“Basic Info, Photo&Signature, Details, mein details fill karne ke baad Preview aur Payment” করবার পর ‘Register’ করুন। প্রার্থীদের  খুব সাবধানে সব তথ্য দিতে হবে।  যদি পরবর্তীকালে তথ্য ভুল হয় তবে আবেদন পত্র  নাকচ হয়ে যাবে।
application form sbi

3. রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ হয়ে যাওয়ার  পর একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড তৈরী  হবে যেটা স্ক্রিনে ও আপনার ইমেইল ও এসএমএসে আসবে যেটা দিয়ে আপনি আগে রেজিস্টার করবেন।

4.প্রার্থীদের নিজেদের ছবি ও সই ও আপলোড করতে হবে নিম্নোক্ত বিস্তারিত বিবরণী অনুযায়ী।

প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হতে হবে ছবির মাপ: ২০০ X ২৩০ পিক্সেল

ফাইলের রকম: যে পি জি

ফাইলের আয়তন: ২০ কে বি – ৫০ কে বি

প্রার্থীর স্বাক্ষর ছবির মাপ: ১৪০ X ৬০ পিক্সেল

ফাইলের রকম: যে পি জি

ফাইলের আয়তন: ১০ কে বি – ২০ কে বি

*যতক্ষণ আপনার স্ক্যান্ড ছবি ও সই আপলোড না  হচ্ছে ততক্ষন আপনি আবেদন পত্র জমা করতে পারবেন না.
এস বি আই পি.ও. ২০১৯ এর পরীক্ষার আবেদন ফি

আবেদন পত্র কেবল অনলাইন ভরা যাবে এবং অর্থ ও অনলাইন জমা করতে হবে.

এস বি আই পি.ও. এর আবেদন পত্রের অর্থ:

  1. ১০০ টাকা  – এস সি / এস টি / পি ডাবলু  ডি প্রার্থী দের
  2. ৬০০ টাকা – অন্যসব বিভাগের প্রার্থী দের

আবেদন করতে এখানে ক্লিক করুন।

এস বি আই পি.ও. এর সরকারি  বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

এস বি আই পি.ও. এর  নিয়োগ পদ্ধতি ২০১৯

এস বি আই তে ৩ টে পর্যায় নিয়োগ হয়:

  1. এস বি আই প্রাথমিক পরীক্ষা
  2. এস বি আই প্রধান পরীক্ষা

  3. এস বি আই গ্রূপ ডিসকাশন (জি. ডি.) এবং পার্সোনাল ইন্টারভিউ (পি আই)

এস বি আই পি.ও. পরীক্ষার মাধ্যম

সব পরীক্ষা  অনলাইন (কম্পিউটারে ) হয়। সব পরীক্ষা  দুটো ভাষায় হয় হিন্দি / ইংলিশ। শুধু ইংলিশ  অংশ টা ইংলিশে দিতে হবে আর বাকি অংশ গুলো যেকোনো ভাষায় দেয়া যেতে পারে।

এস বি আই পি.ও. পরীক্ষার প্যাটার্ন ২০১৯

পর্যায় ১: এস বি আই প্রাথমিক পরীক্ষা  (অবজেক্টিভ টেস্ট)

এই পরীক্ষা অনলাইন হবে এবং তিনটে ভাগে বিভক্ত হবে  এবং ১ ঘন্টায় শেষ করতে হবে।

ক্রমিক সংখ্যা বিষয় প্রশ্ন চিহ্ন সময়
1. ইংরিজি ভাষা ৩০ ৩০
2. কোয়ান্টিটেটিভ এপটিটুড ৩৫ ৩৫
3. রিসনিং এবিলিটি ৩৫ ৩৫
Total ১০০ ১০০ ৬০ মিনিট (১  ঘন্টা)
  • নেতিবাচক ফল: ১/৪ অংশের মার্ক্স্ কাটা যাবে প্রতি উত্তরে।   

প্রার্থী দের প্রতিটা  পরীক্ষা তে নূন্যতম পাশ করবার ফল পেতে হবে পরবর্তী পর্যায় যেতে।  এই পরীক্ষায় যদি কাট অফ মার্ক্স্ পেলে পরের পর্যায় যেতে পারবে।

পর্যায় ২: এস বি আই পি.ও. প্রধান পরীক্ষা

অবজেক্টিভ পরীক্ষা
ক্রমিক সংখ্যা বিষয় প্রশ্ন চিহ্ন সময়
1. রিসনিং এবং কম্পিউটার অপটিটুড ৪৫ ৬০ ৬০ মিনিট
2. ডাটা এনালাইসিস এবং ইন্টারপ্রিটেশন ৩৫ ৬০ ৪৫ মিনিট
3. অর্থনীতি ও ব্যাঙ্কিং সংক্রান্ত সাধারণ জ্ঞান ৪০ ৪০ ৩৫ মিনিট
4. ইংরিজি ভাষা ৩৫ ৪০ ৪০ মিনিট
Total ১৫৫ ২০০ ১৮০ মিনিট (৩ ঘন্টা)
  • নেতিবাচক ফল: ১/৪ অংশের মার্ক্স্ কাটা যাবে প্রতি উত্তরে।  
ডেস্ক্রিপটিভ পরীক্ষা

এই পরীক্ষায় ৩০ মিনিটে ৫০  মার্ক্স এর পরীক্ষা হয় যার মধ্যে ইংলিশ ও থাকে।  এতে প্রবন্ধ রচনা ও চিঠি রচনা থাকে। এতে নূন্যতম কোয়ালিফাইং মার্ক্স আনা জরুরি।

সেই সবপ্রার্থী যারা অবজেক্টিভ অংশে নূন্যতম কোয়ালিফাইং মার্ক্স পেয়েছে তাদের ক্ষেত্রেই খালি ডেস্ক্রিপটিভ অংশের উত্তর দেখা হবে.এবং যারা মেন্স পাশ করে তাদেরকেই  ইন্টারভিউ এর জন্য ডাকা হবে.

পর্যায় ৩:এস বি আই গ্রূপ ডিসকাশন (জি. ডি.) এবং পার্সোনাল ইন্টারভিউ (পি আই)

ক্রমিক সংখ্যা ভাগ সর্বাধিক অঙ্ক
1.

গ্রূপ ডিসকাশন (জি ডি)

২০
2.

পার্সোনাল ইন্টারভিউ (পি আই)

৩০
Total ৫০

যারা দ্বিতীয় পর্যায় কাটঅফ ক্লিয়ার করতে পারে তাদের কেই শেষ পর্যায়ের জন্য ডাকা হয়. এই পর্যায় জিডি মানে গ্রূপ ডিসকাশন হয়  যেখানে একটা বিষয়ের ওপর আপনি অন্য প্রার্থী দের সাথে দলের মধ্যে আলোচনা করবেন। এতে আপনার যোগাযোগ দক্ষতা, জ্ঞান ও আত্মবিশ্বাস দেখা হয় এরপর হয় সরাসরি ইন্টারভিউ যেখানে  আপনার সাধারণ জ্ঞান ব্যাঙ্কিং সেক্টর জ্ঞান সংক্রান্ত প্রশ্ন করা হয়। এই পর্যায়ের মার্ক্স হলো ৫০

এস বি আই  ব্যাঙ্ক অন্তিম নির্বাচন

ক্রমিক সংখ্যা পরীক্ষার নাম সর্বাধিক অনেক সর্বনিম্ন অনেক
1. প্রধান পরীক্ষা (দ্বিতীয় পর্যায়) ২২৫ ৭৫
2. জি ডি এবং পি আই (তৃতীয় পর্যায়) ৫০ ২৫
Total ২৭৫ ১০০

সব পর্যায় হয়ে যাওয়ার পর মেরিট তালিকা বেরোবে যেখানে সব বিভাগের রাজ্য অনুযায়ী সব পর্যায়ের  মার্ক্স কে যুক্ত করে জানানো হয়। যারা তালিকার উপরে থাকে তাদের কে বড়ো ব্যাংকে নিযুক্ত করা হয়।

এস বি আই পি.ও. ২০১৯ প্রাক পরীক্ষা প্রশিক্ষণ

ব্যাঙ্ক এক বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি সংগঠন করে থাকে পরীক্ষার আগে সংরক্ষিত প্রার্থীদের জন্য। এই প্রশিক্ষণ সাধারণত  বিনা খরচায় হয় যেখানে প্রার্থীদের নানারকম টোটকা শেখানো হয়. ৫ দিনের এই প্রশিক্ষণ পর্ব আবেদন করবার সময় উপলব্ধ করা যায়

প্রশিক্ষণ কেন্দ্রের শহরের তালিকা : আগরতলা, আগ্রা, আহমেদাবাদ, আইজওয়াল, আকোলা,এলাহাবাদ, আসানসোল, আওরঙ্গবাদ, বারেইলী, ভুবনেশ্বর , বহরমপুর( গ্যাঞ্জাম), ভোপাল, বেঙ্গালুরু, চন্ডিগড়, চেন্নাই, কোয়েম্বাটুরে, দেরাদুন, ডিব্রুগড়, এনারকুলাম, গ্যাংটক, গোরখপুর, গুলবার্গ, গুয়াহাটি, হুবলি, হায়দ্রাবাদ, ইম্ফল, ইন্দোর, ইটানগর, জবলপুর, জয়পুর, কানপুর, কোহিমা, কলকাতা, লখনৌ, মাদুরাই, মেরুত, মুম্বাই, মাইসোর, নাগপুর, নয়া দিল্লি, পানজি (গোয়া) পটনা, পোর্ট ব্লেয়ার, পূর্ণিয়া, পুনে, রায়পুর, রাঁচি, সম্বলপুর, সিলচর, সিলিগুরি, শিলং, শ্রীনগর, তুরা, তিরুপতি, বডোদরা, বারাণসী, বিশাখাপটনাম, বিজয়ওয়াদা

এস বি আই পি.ও. শিক্ষানবিসির সময়

এস বি আই তে নিয়োগ হওয়ার পরে প্রথম দু বছর শিক্ষানবিশি পর্যা চলে যেখানে প্রশিক্ষণ দেয়া হয় কাজের। বিভিন্ন্য ব্যাংকের নানাবিধ শাখায়  আলাদা আলাদা বিভাগে প্রশিক্ষণ হয়। এই সময়ের শেষে এস বি আয়ের কোনো এক শাখায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের পদে নিয়োগ করা হয় যেখানে টাকা পয়সার হিসেবে ও চেক সংক্রান্ত কাজ করা হয়।

এস বি এই পি.ও. ২০১৯ পরীক্ষার পাঠ্যক্রম

1. Preliminary exam (Objective Test)

ক্রমিক সংখ্যা বিভাগ বিষয়
১. ইংরিজি ভাষা রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ফিলার্স, সেন্টেন্স এররস, ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন, বাক্য উন্নতি, মিশ্রিত অনুচ্ছেদ, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন ( অনুচ্ছেদ ফিলার্স, অনুচ্ছেদ উপসংহার, অনুচ্ছেদ / বাক্য রেস্টেটমেন্ট)
২. রিসিনিং এবিলিটি ধাঁধা, সিটিং এরেঞ্জমেন্ট, দিক জ্ঞান, সম্পর্ক ভিত্তিক, অনুমানবাক্য, অর্ডার ও রেঙ্কিং, কোডিং-ডিকোডিং, মেশিন ইনপুট-আউটপুট, ইনেকোয়ালিটিস, আলফা-নিউমেরিক-সিম্বল, সিরিজ, ডাটা সাফিসিয়েন্সি, লজিকাল রিসনিং ( প্যাসেজ ইনফারেন্স, স্টেটমেন্ট এবং এসাম্পশন, উপসংহার, আর্গুমেন্ট)
৩. অঙ্ক নানাবিধ সাধারণ গণিত (ল সা গু এবং গ সা গু), লাভ ক্ষতি, বয়স ভিত্তিক অনেক, সময় ও কাজের অঙ্ক, সময় গতি ও দূরত্বের অঙ্ক, সুদের অঙ্ক, সার্ড্স এবং সূচক, প্রোবাবিলিটি, মেনসুরেশন, পার্মুটেশন ও কম্বিনেশন, গড়, অনুপাত, পার্টনারশীপ, নৌকা ও নদী ভিত্তিক প্রশ্ন, রেলের অঙ্ক, মিক্সচার এবং এলিগেশন, পাইপ ও সিস্টার্ন ভিত্তিক অঙ্ক, নম্বর সিস্টেমস, ডাটা ইন্টারপ্রিটেশন, সিকোয়েন্স ও সিরিজ

 

২. মূল পরীক্ষা (অবজেক্টিভ পরীক্ষা)

ক্রমিক সংখ্যা বিভাগ বিষয়
১. ইংরিজি ভাষা রিডিং কম্প্রিহেনশন, ব্যাকরণ, ভোকাবুলারি, মৌখিক দক্ষতা, ওয়ার্ড এসোসিয়েশন, বাক্য উন্নতি, মিশ্রিত অনুচ্ছেদ, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন ( অনুচ্ছেদ ফিলার্স, অনুচ্ছেদ উপসংহার, অনুচ্ছেদ / বাক্য রেস্টেটমেন্ট), ভুল শোধরানো, শূন্যস্থান পূরণ
২. রিসিনিং এবিলিটি ধাঁধা, সিটিং এরেঞ্জমেন্ট, দিক জ্ঞান, সম্পর্ক ভিত্তিক, অনুমানবাক্য, অর্ডার ও রেঙ্কিং, কোডিং-ডিকোডিং, মেশিন ইনপুট-আউটপুট, ইনেকোয়ালিটিস, আলফা-নিউমেরিক-সিম্বল, সিরিজ, ডাটা সাফিসিয়েন্সি, লজিকাল রিসনিং ( প্যাসেজ ইনফারেন্স, স্টেটমেন্ট এবং এসাম্পশন, উপসংহার, আর্গুমেন্ট)
৩. ডাটা এনালিসিস ট্যাবুলার, লাইন, ও বার গ্রাফ, মিসিং আই ডি, ডাটা সাফিসিয়েন্সি, প্রোবাবিলিটি, পার্মুটেশন ও কম্বিনেশন

4. সাধারণ জ্ঞান ব্যাঙ্কিং এবং ইন্সুরেন্স জ্ঞান, ফিনান্সিয়াল জ্ঞান, সরকারি পলিসি ও স্কিম ভিত্তিক জ্ঞান, দৈনন্দিন ঘটনাবলী, স্থির জ্ঞান

5. কম্পিউটার এপটিটুড কম্পিউটার ইতিহাস ও বংশ, কম্পিউটার অর্গানাইজেশান এর ভূমিকা, কম্পিউটার মেমরি,  হার্ডওয়্যার সফটওয়্যার আই/ও ডিভাইসএস, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, এমএস অফিস, শর্টকাট কিজ, ডিবিএমএস এর মৌলিক জ্ঞান,  নম্বরসিস্টেম ও কনভার্শনস, নেটওয়ার্ক সুরক্ষা

এস বি এই পি.ও. ২০১৯ প্রস্তুতি করবার উপায়

এস বি আই পি.ও. ভর্তির জন্য বই

ব্যাংকের পরীক্ষার অনেক প্রতিযোগিতা থাকে এবং ভালো করে প্রস্তুতি  নিতে হয়। কিছু বই আছে যেগুলো পরীক্ষার প্রস্তুতি তে সাহায্য করে

ক্রমিক সংখ্যা বিভাগ বইয়ের নাম
1. ইংরিজি
  1. হাই স্কুল ইংলিশ  গ্রামার এন্ড কম্পোসিশন বাই রেন এন্ড মার্টিন
2. অংক
  1. ৬-১০ শ্রেণীর এন সি ই আর টি  বই
  2. ১১ ও ১২ শ্রেণীর – আর ডি শর্মা
  3. আর এস আগারওয়াল
  4. কুইকের ম্যাথস বই এম টায়রা
  5. ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ এরিথমেটিক বাই রাজেশ শর্মা (আরিহান্ত পাবলিকেশন )
3. যুক্তি
  1. মডার্ন এপ্রোচ টু ভার্বাল  এন্ড ননভার্বাল রিসনিং বাই আর এস আগারওয়াল
  2. এনালিটিক্যাল রিসনিং বাই  এম কে পাণ্ডে
4. ব্যাঙ্কিং আওয়ারনেস
  1. ব্যাঙ্কিং আওয়ারনেস  বাই আরিহান্ত পাবলিকেশন
  2. হ্যান্ড বুক অন ব্যাঙ্কিং আওয়ারনেস বাই আই বি সি  একাডেমী পাবলিকেশন
5. কম্পিউটার আওয়ারনেস
  1. অবজেক্টিভ কম্পিউটার আওয়ারনেস  বাই আরিহান্ত পাবলিকেশন
  2. কম্পিউটার বই লুসেন্ট (রানী আহিল্যা )
6. সাধারণ জ্ঞান
  1. ৬-১০ শ্রেণীর – ইতিহাস,পৌরবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান
  2. স্ট্যাটিক জি কে – লুসেন্ট (ইতিহাস, রাজনীতি, সাধারণ বিজ্ঞান)
  3. মনোরমা পাবলিকেশন্স
  4. আরিহান্ত পাব্লিকেশনস
  5. প্রতিযোগিতা দর্পন
7. দৈনন্দিন ঘটনাবলী
  1. খবরের কাগজ : দা হিন্দু, দা ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস,প্রথম পাতা, সম্পাদকীয় পাতা , আন্তর্জাতিক পাতা
  2. ম্যাগাজিন: আউটলুক, দা ফ্রন্টলাইন

 

এস বি আই সরকারি বিজ্ঞপ্তি এখানে ডাউনলোড করুন

এস বি আই পি.ও. প্রস্তুতি ২০১৯

সেরা ওয়েবসাইট দৈনন্দিন ঘটনাবলী জানবার

  • GK Today (দৈনন্দিন ঘটনাবলি ও সাধারণ জ্ঞান )
  •  Bankers Adda ( সব অংশের স্টাডি নোটস, প্রাকটিস প্রশ্ন পত্র, কুইজ, ইত্যাদি)
  • Bank exam Today (সব  টপিকের আগের বছরের প্রশ্ন পত্র পাবেন এখানে )
  • Gradeup ( সব টপিকের মক কোশ্চেন পেপার একসাথে  এখানে পাবেন)

ইংরিজি কিভাবে উন্নত করবেন

  • প্রতিদিন  ভারত বর্ষে প্রকাশিত প্রধান দৈনিক ইংরিজি খবরের কাগজ পড়ুন ভালো করে। সম্পাদকীয় ভাগ টি পড়ুন।  নতুন শব্দচয়ন শিখুন অভিধান দেখে।
  • ইংরিজি চলচ্চিত্র দেখুন
  • বন্ধুদের সাথে ইংরিজি তে কথা বলুন। 

এস বি আই ২০১৯ ক্লার্ক পদের  তথ্যের জন্য এখানে ক্লিক করুন

যদি আপনার কোনো প্রশ্ন/ জিজ্ঞাস্য থাকে প্রবন্ধ টি পরে  তো নিচে কমেন্ট করে জানান, আমরা জবাব দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here